05 January 2009

কাকলী স্কুলের মেয়েরা


আমার একটাও পাখি নেই !
ফলে স্বভাবতই আমার কোন চিঠি আসে না,
তবুও টিফিনসময়ে একনিষ্ঠে
বালিকাবিষয়ক নানা বিভ্রমের কথা ভাবি...
আহা প্রস্ফুটন !

ডুঁকরে ওঠা ডাকবাক্সগুলোর শোক
আমাকে ভীষণ দখল করতে আসে ।
আমার নিজস্ব ঘন্টাধ্বনির ভেতরে যেন
হারিয়ে গেছে সেইসব
প্রার্থিত পাখিদের ঠোঁট, ফলন্ত ডাকবাক্স
আর আপাতঅসীম সমস্ত পথ !

স্থবির ক্লাসরুমে বসে এখোনো
আমি ভুলে যাওয়া ঘাসফুলের
প্রাথমিক রংটা ভাবি ।