05 January 2009

ঘুম ব্যালাড


প্রায়ান্ধকারে মহাদেশ-
দূরবর্তী নক্ষত্র চুঁইয়ে স্তব্ধতা নামছে,
আমাদের গোলার্ধ ঢেকে আছে
ছায়াবাসী ঘুম ।

অশ্বত্থের ডানাময় এখানে
প্রগাঢ় আদর শারীরিক,
ঘুমোঘুমো মেঘসুরের
রাত্রিময় ব্যালাড ।

জলশব্দের লিরিক আঁধারচেরা ক্রমশ,
শুধু বৃত্তচারী মানুষের করোটিতে
ফসিলায়িত ঘুম ।