05 January 2009

যেখানে মুদ্রিত শীত


মাফ্লারে নীলশীত,
প্রিজনভ্যানে চেপে অসুখী চেহারার বাচ্চারা
গড়িয়ে গেছে দূরে-
আদুরে চৌদ্দশিক ।
কলারে কলারে তীর্যক
খুলে গেছে কেমন বিভোর ফ্লানেল-রোদ !

আবেগী টাইপরাইটারে
সেই তাপ লেখা আছে শীতার্ত আঙ্গুলে,
থার্মাল বোধচ্যুত আবেশী অঞ্চলে ।

ঝরাপাতা
অবরোহণের গান শোনো ঐ,
নীলশীত ঢুকে আছে অনায়াস
সুপুষ্ট কাঠবাদামের ভেতরে ।