05 January 2009
মোমজ
গভীর চুলের রাত্রি, দ্যাখো তুমি
নখাগ্রে তুলেছো যে দেহজ মোম
তার গায়ে কোন
অতিন্দ্রীয়তা আঁকা নেই ।
ঘাড় থেকে নেমে এসে
ভায়োলিনে মুখ গুঁজেছে যে সুর
সেখানে ছায়াগুলো লেপ্টে আছে
দেয়ালের স্বভাবগত মুক আচরনে ।
মোমের সলতেয় জ্বলছে
দূরাগত হাইওয়ে-ব্লুজ,
ফলত কিছু যৌগিক ছায়াচিত্র
অঙ্কিত এখনো দেয়ালময় ।
নৃত্যরত আগুণ
ব্যালের মতো মসৃণ হয়ে আসে-
যেন গভীর চুলের ভেতরে কোথাও
ক্ষয়ে যাচ্ছে আমাদের মোমজীবন ।