05 January 2009
আমি ট্রাকের চার্পিং শুনছি
আমি বসে তোমার কন্ঠে চার্পিং শুনছি
পাখিদের প্রতি করুণাবশত
ঈষদ বাঁকানো কালভার্টের পাশে
গোঙাতে থাকা ট্রাক
সেও বিস্তর তোমাকে শুনেছে,
হলুদ...হলুদ !
দ্যাখো, অনভ্যস্ত হর্ষের ভেতরে
প্রার্থনার মতো হুইসলগুলো
আমি এড়িয়ে যাচ্ছি সর্ষেক্ষেত
অথবা ঘুমজড়িত বনেটের ওপোর ।
বুড়োঢালগুলো নিবিড় অধিক,
আমি নিভৃতে বসে
তোমার শীত্কার শুনছি-
আপামর ট্রাকের প্রতি করুনাবশত ।