05 January 2009

ডকইয়ার্ডে রচিত অবসাদ


হেলে যায়; হেলে যায় বৃত্তমগ্ন
ক্রোমিয়াম দিন আমার
লুপ্ত জাহাজেরা ঢলে যায়,
স্থবির কম্পাস
প্রিয়তম প্রতিবেশে নাবিক ঘুমিয়ে রয় ।

গাঙচিল হার্বারে ঝাপ্টায় দ্যাখো
কী দারুণ সৌম্য রোদের ডানা !
কেবিনে সুনীল-মদ,
নোঙ্গরে শ্যাওলা আঁকা-
এ সবি’ আসলে জলজতায় ।

রোদপর্বে সুউচ্চ মাস্তুল,
জাহাজের ক্লান্তি ঝরে লগবুকের জীর্ণতায়,
বো-তে হাওয়া দ্বিখন্ডিত যখন
সুদূরের চোখ মেলে জাহাজ ঘুমায় ।