05 January 2009

আমার শবানুগামী বোধ


শেষকৃত্যানুষ্ঠান থেকে ফিরে
আমি জনৈক আত্মীয়ার শোকাহত চোখ ভাবি,
বিস্রস্ত বসনহেতু চকিতে খুচরো কামনা
ও অগভীর যৌনতা ভাবি ।

চৌকস দর্জির মতো
আমি স্পর্শকামী এমন...
কব্জিতে বিচূর্ণ প্রহর এবং চোখে তার
সাময়িক কাজলহীনতা ভাবি ।

চোখ থেকে দস্তার মতো
গলে গলে রাত গ্যাছে,
আমি নিদ্রাহীনতা ও পাশাপাশি তার
সফল সঙ্গমপ্রনালী ভাবি ।

জঙ্ঘার কাছে রাত্রি আঁকা-
সুনির্মিত অগোছালোতা আমার,
উত্থানের অব্যবহিত পরেই লেখা
বহুমাত্রিক পতনপ্রকৃয়ার গান...

আমি শেষকৃত্য থেকে ফিরে এসে এখনো
আত্মীয়ার উদ্ভিন্ন সৌষ্ঠব ভাবি ।