05 January 2009

টিকিট হারিয়ে গেছে


নিস্পৃহ দর্শক জামার হাতায় খুব
করতালি লুকিয়ে নিলে
ম্যাজিশিয়ানের দস্তানার ভেতর
একে একে নিভে যায় সমস্ত খরগোশ,

অডিটোরিয়ামের ছাদ ফুঁড়ে কিছু আগে
যেইসব ঘুড়ি উড়ে গেছে
তার সাথে উড্ডীন আমাদের প্রবেশটিকিট
নিগূঢ় সংকেতে কোন ।

সবাক ইশারার ভেতর
পোস্টারফেরত ইন্দ্রবিদ্যা স্তিমিত হয়ে এলে
ম্যাজিকবিচ্যুত খরগোশেরা
নিস্পৃহ দর্শকের করতলে
কী অনাবিল হেসে ওঠে !!