05 January 2009
ভুলবোতামের গান
লিফট্ অপারেটরের মৌনতার ভেতর
ডুবে আছে সমস্ত দুপুর
উড়ালদৃশ্য থেকে যখন পৃথক করেছি আমি
চপল চড়ুইয়ের
ঠোঁট, উড্ডয়ন ও পালক
আমি নির্গত হয়ে আছি দূরবর্তী জানালায়
আশ্চর্য গরাদহীনতা আমার !
বুকে আমূল বিদ্ধ হয়ে ভায়োলিন
আমি ক্রিয়াহীন পড়ে আছি
ভূ-দৃশ্যাবলী থেকে দুরে ।
গ্রীবা থেকে আমার ব্যথালীন সুর
নেমে গেছে
নেমে গেছে অবরোহে ।
লিফট্ অপারেটরের মৌনতার ভেতর
নিয়তই ডুবে থাকে এখানে
প্রতিটি দুপুর,
অথচ আমি বিভ্রান্ত তড়িতবিদ্যায়;
ভুলবোতামের গানে
লিফট্ অপারেটরের সাথে
স্বেচ্ছাবন্দী চড়ুইয়ের মিল খুঁজেখুঁজে।