05 January 2009

আমি নিভে যাই টেললাইট


আমি নিভে যাই এভিন্যুকেন্দ্রিক
বিষন্ন 'টেললাইটে'র আলো
আর গাঢ় মনস্তাপের মতো দেখি
বাসের ভেতরে কোথাও
সন্ধ্যা
___নে
____মে
_____গ্যাছে ।

তোমার দক্ষিণে যে সমুদ্রপথ
আমি তাকে সুশোভিত শুইয়ে রাখি
শহরচেরা সমস্ত রাস্তার কলরোলে,
আর দৃশ্যান্তরে খুব নিভৃতে ঢুকে যাই
মগ্নরাত...কোন অস্পষ্ট সমুদ্রপথে ।

আমি রৈখিক কিছু ভাবতে পারিনা,
গাঢ় অবসাদ কোথাও, খুব কাছে
আমি বিচ্যুত এবং এইরাতে নিভে যাই,
বোতামনিয়ন্ত্রিত জোত্স্নার
আশ্চর্য্য অপরিমিতির সাথে ।