05 January 2009

আঁধারায়ন


কব্জির পরিধিতে সেঁটে আছে সময়ের ঘুম,
ঘেসোপথ...
সন্ধ্যের পায়ে হাটে অবাক মনোহরণ,
দৃশ্যতঃ এখন প্রাথমিক ফাল্গুন ।

একা একা সাইকেল হেলে থাকা বৃক্ষ;
একা একা করোটিতে দুঃস্বপ্নের ওম,
শরীরের নীল শিরা তাপাচ্ছে
প্রবহমান আঁধার তরল,

দয়িতের নাম একাধারে
’নিরবতা ও নির্জনতা’ ।

কব্জিতে কারো স্পর্শের দাগ নেই
শুধু সময়ের ঘুম,

নগ্ন পাহাড় ব্রীড়াবশে নামাচ্ছে সন্ধ্যে...
ওইধারে পশ্চিমকোণ ঘেঁষে
সোভিয়েত-লাল মেঘ
গত হয়ে গ্যাছে ধীরে
সন্ধ্যের যোনিতে ।