05 January 2009

নখাগ্রে


এক দীর্ঘ শীতের প্রস্তুতির ভেতরে
ঢুকে পড়েছে সমস্ত পাখিকুল,
প্রসারনের অনেক গভীরে যার
মেঘ উড়ে গেছে ।

নির্লোভ উলের বল
কারো আঙ্গুলের ওপোর
অনেক শৈলী হয়ে বাজুক,
ধ্যানরত বৃক্ষের বাকলে
হিমস্পর্শ জমে জমে
ঝরে যাক অলীকরাত্রি ।

গাঢ় শোক অনেক জেগে আছে যেমন
পাখির চঞ্চুতে...
উলের গ্রন্থিরা জানুক-
শীত বস্তুত ততোটা দীর্ঘ নয়
বিবিধ বিবরণে যেরকম লেখা আছে ।

জেলিভরা স্তনের পাশে
আমাদের কামনা মুছে যাক
মুছে মুছে যাক,
আর পাখিরা জানুক-
শীত কখনোই কোন
প্রতিশব্দ ছিলোনা প্রণয়ের ।

বিরহ, তুমুল বিরহ...
এমন দূরবর্তীতা আমাদের !
শীতার্ত ডানার বিস্তারে লিখে রাখা
অলস, স্তুপিকৃত রোদ ।