05 January 2009
ব্লাসফেমি
দয়িতের ঠোঁট থেকে মুছে গেলে নীল বিষ
কর্ষিত শরীরের ভাঁজে
কিছু দাগ রেখে যাবে গতরাত্রির লাঙ্গল,
মেঘদল ফিরে যাবে তাদের
স্বাভাবিক ব্রীড়ায় ।
উপাসনা থেমে গেলে ঘোরতর বর্ষায়
চেরা জিভ লুকায় বাস্তুসাপ,
আমি তখন আত্মা বিকোই
এ্যান্টিভেনম মূল্যমানে ।
আলপথে বাতাসের শাসন থেমে গেলে দেখি-
লিবিডো এখানে দাঁড়িয়ে মূলতঃ
ঈশ্বরেরও অধিক উচ্চতায় ।