05 January 2009

অলীকপেন্সিল


করতল থেকে খুলে রাখি প্রার্থনা,
স্নায়ু থেকে রোদ
শ্যাওলা আঁকা ঈশ্বর ড্রইংরুমে বসে
রাত্রি লেখেন এবং সাপ,
যৌথশরীর লেখেন,
সাথে প্রপঞ্চ ও প্রেম ।

বেহেশ্তের নহরগুলো প্রবণতায়
ধীরে ধীরে পার্থিব হয়ে ওঠে,
গর্ভবীজ জানো তো,
আপেল সর্বনাশে কেমন
গাঢ়দাগের পতন লেখা !

বস্তুতঃ সব লেখা হয়ে আছে,
তিনি শুধু পর্যাপ্ত রুটি’ই লেখেননি ।