05 January 2009

বোহেম


স্থিরজলের মতো আমিও আত্মমগ্ন,
ঝোলা থেকে যখন ঈশ্বর জেগে ওঠেন ।
জড়বাদ কিছু - অবাক চার্বাক,
করতালি আঁকা দিনে বায়বীয় উল্কি আঁকা
স্বপ্ন হে আমার ।

প্রকৃতখনন ফুসফুসে ভরে নেয়া
এবং গৃহত্যাগী সাপ,
নদীমন্থনে জেগে ওঠে যখন
দূরতম গেরুয়া অঞ্চল
গানভোরে দেখো-
আমার শরীর কার্যতঃ নিঃস্পন্দ

হরিতাহত !