05 January 2009

অবসাদগুলো ঘুম হয়ে যায়


ক্রমশঃ ঘুমের ভেতরে
তুষারের মতো জমে প্রগাঢ় ধূসর
আমাদের হৃত্শব্দ পৌনঃপুনিক
এবং গভীরে নামবার ভয়,
অথচ পিঁপড়ের খনন
খুঁড়ে গেছে গভীরসময় ।

পিঁপড়েরা যেই পথে হাটে;
সেইপথে হাটি,
ঘোরতর ঘুমের ভেতরে গর্ত খুঁড়ে
ধূসর বোধহয় কিছু
এমনিসব ক্লান্তি খুঁজি ।

ঘুমের টানেলজোড়া
অতিপূর্ব অবসাদ আমাদের,
বালিশের নরোমে ঢুকে গেছে বহু
গতশীত...গতহিম এইসবকিছু ।

পিঁপড়ের পথে হেটে যেতে যেতে
হৃত্শব্দ ভুলে যাই,
এইশীতে বুক থেকে তুলে নেয়া হয়ে গেছে
বহু আকরিক ঘুম ।