05 January 2009

গ্যালিলিও’র টেলিস্কোপ


ট্র্র্যাপিজের তার ধরে হাটছে বিষাদ,
শুণ্যে শরীর ভাসিয়ে
এক্ষুনি অতিক্রম করে যাবে
সমস্ত প্যারাবোলিক দুরত্ব ।

জানালার গায়ে গলে গলে পড়ছে
ক্যাপ্রিকর্ন জোত্স্না,
মিশে যাচ্ছে প্রচ্ছায়ায়...

সমগ্র জীবন ব্যবচ্ছেদ করে দেখি-
ভুল নক্ষত্রের পানে চেয়ে
গ্যালিলিও’র টেলিস্কোপ ।