05 January 2009

কীলকের স্পর্শ পাই


আমি নির্জন হয়ে থাকি সন্ধ্যেবেলা,
বেসিনের ওপরের ঢেউখেলা আয়নায় মৃতবত্ দেখি
সিলিঙে ঝুলে আছে অস্পষ্ট যৌনতার ফুল ।

মিলনঋতুর গহিনে সব সুর এঁকেবেকে চলে গেছে,
বিমোহিত আমি সাপ ।
সৌষ্ঠব থেকে তার যৌথআপেলেরা নেমে এলে
অবসাদে রাত জাগে;
ভুলপায়ে ফিরে চলা দয়িত আমার ।

স্তোত্রসুর করুণ চিরে ফেলে রাত,
ডাইনীর নখে নখে জমে থাকা এমন
বিক্ষত আঁধার !