05 January 2009
যে চোখে বসন্ত
রৌদ্রবিলাস-
সন্ধ্যে গড়ায়, সন্ধ্যে গড়ায় হরিতবেশে,
বৃক্ষাভিলাষ-
স্বপ্ন জাগে রোদের আগে বিমানদেশে ।
শ্বেতপ্রাসাদে-
গ্রীষ্মচারী স্বপ্নে কেমন তুষার ঝরে !
‘চুপ’ভাষাতে-
গাইছে প্রণয় আদরজোড়া রৌদ্রঘরে ।
রাজারঘোড়া-
চলছে কেমন দুলকিচালে শীতপেরিয়ে !
সবুজ ওরা-
বসত গড়ে চোখের গভীর হিম এড়িয়ে ।
এপ্রিলে সে-
হিমের মেয়ে নয়তো মোটেই শ্বেতপাহাড়ী,
বন্ধ্যাদেশে-
তুন্দ্রাহেসে সুবর্ণ এক রেখায় জাগে হরিতনারী ।