05 January 2009

সমাধির গান


এইদেহ ছেদ করো
ত্রিকোণ কাঠের কীলক
এইদেহ ধূলো করো ।

শরীরমন্থনের শ্লোক,
জাগতিক জড়তা কাটিয়ে
এইদেহ ছাই করো
ঘোরতর তপ্ত আদরে ।

অন্তরঙ্গ হাওয়ায়
সুতোকাটা ঘুড়ির ভঙ্গীতে
ভেসে গ্যাছে যেই মেঘ
ঘোরলাগা প্রপেলারে সেই মেঘ ভাসে
বিনয়ী উচ্চতায়;
হিমার্দ্র রাতের কোনো
দূরতম আঁধার বিমানে ।

অতিঘুম পেরিয়ে এসো


ম্ব
স্বপ্ন হে আমার
ছেঁড়াক্রুশ গ্রীবায় তবু অক্লেশে,

ধমনীর নীলপথে তরল শুকোয়,
দেখেছিলে, তুষারের গায়ে ঝরেছিলো কেমন
ধূসর নেকড়ের ঘুম ?