05 January 2009

নিবিড় স্টেশান


মুক্তডানার বালক
ভুলে যাবে প্রিয়তম মাঠ তার
এবং ছায়াবৃক্ষ, পুঞ্জমেঘ...
যতটুকু ভুলে যাবার বাসনায়
মধ্যরাতেও অনায়াস জেগে থাকে ট্রেইন ।

জানালার শার্সিতে আসা রোদ
পরিশুদ্ধ হতে চেয়ে
কতোবার চেনা ব্রিজ থেকে
অর্ধবৃত্ততার মাঝে মিশে গেছে
যাবতীয় রেললাইন ভুলে গিয়ে-
গোনা নেই, গোনা নেই ।

প্রদক্ষিণে ভুল মাঠ-
স্বপ্নের সরঞ্জাম ও বালকহৃদয়,
যেন অমল স্মৃতিবহ ট্রেইন
ক্লান্ত শ্রান্ত হয়ে আছে দাঁড়িয়ে
শৈশবের রোদঝরা কোনো নিবিড় স্টেশানে ।