05 January 2009

এ্যারোনটিক্স


ঘুড়ি, বিমান বা হৃদয়
যাই ওড়াই না কেনো
আরো অধিক উড্ডয়ন প্রয়োজন ।

আমাদের চোখ নিয়ে গ্যাছে
পর্যবেক্ষক ঈগল
পৃথক আকাশের নীলে,
ভুলে যাই জুমলেন্সের গায়ে
লেগে থাকা ফ্যান্টাসি
শেষমেষ ক্যামেরাতেই ফিরে যাবে ।

তাই বুঝে নিতে হবে ইন্দ্রিয়াতীত,
নামছি যেখানে-
ভুলদেশ যেন নয় !