05 January 2009
কোবাল্ট জোত্স্নায় দক্ষিণট্রেইন
সিল্কের গোপনে সন্ধ্যে নেমে গেছে
অবরোহণের মসৃণতা আমার,
রোল করা সিগারেটের মতো
দক্ষিণে গড়ানো ট্রেইন
নির্মোহ ঢুকে গেছে অস্পষ্ট জোত্স্নায় ।
ফ্লয়েডীয় সুর সুতোবোনা নক্ষত্রের শিরায়
গহিন কারুকার্যে,
আমি গিলে ফেলি অস্পষ্ট সিলিং
ও বিবিধ আকাশ
কিছু প্রথাগত গানে ।
মৃদু সন্ধ্যের ভেতরে শায়িত
প্রগাঢ় মৌন সূঁচ,
ভেন্ট্রিলোকুইস্টের নড়ে ওঠা ঠোঁটে দ্যাখো
মিথ ও মিথ্যেরা
কী দারুণ গ্যাছে ঝরে !