skip to main |
skip to sidebar
জরাগ্রস্ত করিডোর
অযান্ত্রিকতা স্পোক থেকে পিছলে সন্ধ্যে নামছে শহরে আমার ভেতরে বৃষ্টি... নিরাসক্ত শুয়ে থাকা এই শহরের সমস্ত পথ যেন দিকচিহ্নহীন ঢুকে আছে অপ্রমেয় ব্যাধির ভেতর । সান্ধ্য আঁধার, আমি পূর্বস্মৃতি ভুলে আছি আর জরাগ্রস্ত করিডোরে শুশ্রুষার ভেতরে দেখছি তোমার নিমগ্ন বর্ষাপ্রবণ চোখ।