05 January 2009
কৌণিক গেঁথে আছে জোসেফিন
আকাশের নীচে বৃষ্টি
সবুজের নীচে যেমন ঘুমপ্রবণ ঘাস,
জোসেফিনের জন্যে ভেজা জানালা আমার
জোসেফিনের জন্যে গান ।
ক্যাবের ছাতে ছন্দ
ভেজা রাস্তা গড়িয়ে পরিশুদ্ধ টায়ার,
টুকরো হলুদের মাঝে এভাবে বর্ষা প্রদক্ষিণ
যেন কোথাও পৌছোঁতে পারিনা !
বিহ্বল আষাঢ়ের নীচে ভেজা বর্ষাতি আমার
ও বিধৌত নগর,
বহুদূর বর্ষায় কৌণিক গেঁথে আছে
জোসেফিন এখন;
ধূসর বোতলে বন্দী ধূসর সময় আমার ।