skip to main |
skip to sidebar
অর্ধবিষাদ
আমি ভাবছি বালিয়াড়ি বাতাসের পশ্চিম উড়ে যাওয়া, চুলের ভেতর আনুপাতিক কতটা আঁধার প্রোথিত... নিভৃতে জমে ওঠা সমুদ্র-লবন তুমি পরোক্ষে আমাকেই প্রভাবিত করো, রোদেরাও জড়িত যেখানে যৌথচাষ ও ক্ষরণে । আমি ভাবছি বালিয়াড়ি এই আনত বিকেলে,ক্লাউনের নাক থেকে উঠে আসাপ্রথাগত বিষাদের মতো ।