05 January 2009
রাতচারী পেইন্টারের জর্নাল
উপগত হওয়ার আগে অনেকের মতো আমিও
নভোদৃশ্য ভালোবাসি,
স্খলনোর্ধ কামুকের বোধ হয়ে
আমি লিখে দিচ্ছি অর্ধরতি
প্রণয়রহিত পালঙ্কের ওপোর ।
আমাদের গোলার্ধ ধোঁয়াশায় ছেয়ে আছে,
তুমি যৌনতা নামে যাদের চেনো ।
অতিক্রমের ভুলে আমি মুছে দিচ্ছি হরিদ্রনগর,
নীলছোপে আঁকা রাত্রি ।
মৃত হরকরা দ্যাখোনি-
অপ্রেমের খামে এসে গেছে মসৃণ
ভ্যানগগের কান !