05 January 2009

তুমি হেসে দিচ্ছো হায়ারোগ্লিফ


বিকেলবেলার মাঠে তুমি হেসে দিচ্ছো হায়ারোগ্লিফ;
আচ্ছন্নরোদ আনত উলেন সোয়েটারের ভেতর
শায়িত তির্যক,
আমার চ্যাপ্টানো ঘাস মাড়িয়ে
তুমি চলে গেছো সৈনিকের হেলমেট,
বিকেলের হলুদমাঠে সন্তর্পনে তুমি
অস্তরাগ ভুলে আছো ।

নির্ধারিত মাঠের ওপোর প্রচ্ছন্ন আদর
বিনীত ঢুকে আছে যেভাবে
আমাদের চুলের ভেতর,
বুননে বুননে তুমি উচ্ছ্বল হেসে দিচ্ছো সাইফার

প্রণয়ের গভীরে শুধুই আঁকছো হায়ারোগ্লিফ,
নির্লিপ্ত শীত ।