05 January 2009
ফ্রস্টেড গ্লাসের ওইপাশে
আমি দুলে উঠি ঘড়ির কাঁটায়
ব্যাংকের প্রহরীর অবিচল স্থৈর্যে,
স্থিরচিত্রের ভেতরে সারবাঁধা
অসংখ্য অনুভূতিশুণ্য মুখের কাছে,
আমি দুলে উঠি কোন গ্রাহকের
অপেক্ষমাণ দক্ষিণ হাতে ।
ইন্টার্ন মেয়েগুলোর চাপল্য ছাড়া
এইখানে বিনিময়যোগ্য কিছু নেই,
আর কিছু নেই ।
তাদের বিষাদোত্তীর্ণ খোঁপার বাঁধনে
যে অস্পষ্ট ল্যাবিরিন্থ কল্পিত হয়
আমি ঘুরে আসি সেইখানে-
ফ্রস্টেড গ্লাসের ওইপাশে; জিভকাটা ম্যানেজারের
অল্প অল্প স্পর্শকামীতার সাথে ।