skip to main |
skip to sidebar
শুলামিথ
গোধূলীর চেয়ে রক্তেরা ভালোবাসছে অন্ধকার, তোমার সোনালী চুল এখানে ভস্মাভ হয়ে আছে মার্গারিট, সমাধির নিরবতা রয়ে গেছে গভীর থেকে আরো গভীরতর কোন মৃত্তিকায় । ক্লান্ত ময়ালের মতো মৃত্যু হাটে সর্পিল, যদিও তোমার ভস্মাভ চুল বিকেলের রোদরং চুরি করে- শুধু কার্পেথিয়ানের কাফনগুলো নাত্সী-অন্ধকারে ডুবে যায় ।