05 January 2009
গুটিয়ে আসে নিমগ্নতা
বর্তুলমেঘ অসংলগ্নতায় ওড়ে কেমন
দেখো এই বিনম্র শরতে !
অবিভাজিত আকাশ আমার,
হাওয়াও পরিবর্ত খেলে এবং বাঁচে ।
ধ্যানজ জ্ঞানে জেনেছি যতোটা-
বোধেরাই শুধু জীবাশ্ম এখানে ।
নিগূঢ় সঙ্গীত ক্রমে ঋতুময় হয়ে ওঠে,
দৃশ্যরাও উত্তীর্ণ সাহচর্যে...
ঘুমিয়ে পড়ো অবিভাজিত আকাশ আমার
শরতের গায়ে যেমন
রেখাহীন ভাঁজেরা ঘুমায় ।