05 January 2009

টেলিফোন


টেলিফোন ঘুমিয়ে থাকে তৃতীয় কামরায়
আমাদের ক্রেডলবিন্যাসে
কোন হৃদয়জাত কল্ না এলে
বাতি জ্বেলে সমস্তরাত ঘুমানো যায়
মুঠোর ভেতরে অর্ধ-আলাপন লুকিয়ে