05 January 2009

তোমার কৃষিজাত এ্যাবসার্ডিটির ভেতর


কৃষির ভেতরে আমি প্রতিস্থাপন করেছি হর্ষ
এবং স্মিতহাস্য তোমার,
মথিত আকাশ থেকে জড়তার মিথ নেমে এলে
খুচরোবিক্রেতার গণনারহিত এ্যাবাকাসগুলো
জেগে ওঠে; জেগে ওঠে বিভাজিত বাণিজ্যে ।

সবুজ পদচ্ছাপ,
তুমি বণিকের দেহের খননে চিহ্নিত প্রত্নআঁধার
কোন দূরবর্তী নগরের গান তুমি,
এইসব হয়ে জেগে থাকো
নগরীর তন্দ্রালু দ্বাররক্ষীর চোখের পাতায়;
তার সুদীর্ঘ জাগরণের ভেতরে ।

ফলনের সমার্থক শব্দের মতোন
পাখির ডানায় চেপে সুনম্র রোদ আসে-
নগরীর উপকন্ঠে,
তোমার উর্বর ঠোঁট সমস্ত কৃষির ভেতরে যাতনাহীন
কী দারুণ অমিতভাষণ ভালোবাসে !

নবনীত বুক থেকে সোনালী উদ্ভাসে
ঢলে পড়া রোদ আমাদের চাষের গহিনে,
তোমার লাস্য থেকে অঝোরে
মিথ ও শষ্যরেণু
নগরীর প্রতিটি দুয়ারে ঝরে পড়ে,

ঝরতে থাকে।