05 January 2009

নীড়বদল


আসবাব রীতিতে স্থাণু হয়ে
ঘূণশিল্পে ধ্বসে যাই
ভিনকামরার ভেতর ধূসর মিথশব্দ খুঁজে,
কিছু ধুলো উড়ে গেছে নম্ররোদে
পালঙ্কের মলিন কারুকাজের সাথে
মিশে যেতে যেতে ।

’ট্রাঙ্ক’ শব্দটি সর্বাত্মকভাবেই
নীড়বদল সম্পর্কিত- এই সময়ান্তে,
আমি উল্লেখিত শব্দটিকে ভালোবাসিনা,
যেরকম অনায়াস বেসে থাকি
মৃত্তিকায় বিস্তৃত ’শেকড়’ শব্দটাকে ।