05 January 2009

তুমি জেগে আছো


উল্টানো জাহাজের খোলে
মথিত ঢেউয়েরা মুদ্রিত হয়ে আছে;
শ্যাওলাসবুজ,
অথচ গতসমুদ্র লেখা ছিলো আমাদের
স্পর্ধিত মাস্তুলে ।

সবুজাভ রাতে জেগে আছো তুমি
তন্দ্রাহত বালিকা,
ম্লান কচ্ছপ হয়ে ব্যথালীন আছো পড়ে
তন্দ্রাহীন এই বালুচরে ।

উল্টানো জাহাজের খোল
নিগূঢ় বিজ্ঞান জেনে গেছে-
আর্তঝিনুকেরা এমন নক্ষত্র
পুষে রাখে কী করে !

কোপারনিকাসীয় রাত এসে ঢলে গেলে
লেন্সের অবতল ধার ঘেঁষে
তুমিও পিছলে এসো-
জাহাজের খোলে ।