05 January 2009

নাচ


সংলগ্ন ওয়াল্টজ্
রক্তে নেচে ওঠা অজস্র হাঙরের ঝাঁক
এইস্রোতে সাবলীল
যেন মসৃণ বাঁক ঘোরে,
মথিত স্রোত
বিবিধ নাবিকের গাঢ়ঘুমে
দেখে নাও, ভুলপায়ে কারা যেন
ছন্দকাতর এইখানে !

দিমিত্রি,
ক্ষয়ারোদে জ্যামিতিক-নাচ বহুভুলে
শিখিনি এখোনো হাঙরের দলে
বুড়োদাঁত, ক্ষুরোদাঁত সবকিছু ভুলে ।

সন্ধ্যেজড়িত ওয়াল্টজ্ ডুবে এলে
ঘোরলাগা দুইচোখে
সমস্ত মায়োপিয়া ঢলে পড়ে...

প্রবলে ।