05 January 2009

আয়নাঘর


বহুদিন তোমায় চমকে দেবার মতো
কোন চরণ মনে পড়েনা !
মনে পড়ে শরীর ঢেকেছিলো শরীর
বিস্মৃত টেরাকোটা...
একটু একটু করে
নিজস্ব অন্ধকারে ডুবে যাওয়া ।

বসন্ত-ঘুঙুর থেমে গেলে
বিষন্ন দর্পণ থেকে
মুছে যায় কারো মুখ
নিস্তরঙ্গ আয়নাঘরে,

বসন্ত আসে কি আর
ক্লান্ত ঘুঙুরের নিমন্ত্রণে !