05 January 2009
ক্লান্ত সহিসেরা
অস্পষ্ট খামার, তুমি শুনেছো বাতাসে খড়ের গান
দেখেছো, আস্তাবলকেন্দ্রিক ভাবনাগুলো
ঘোটকীরা কি করে ডিঙোতে চায় !
অথচ কখনো জানবেনা তারা
একঋতু দক্ষিণেই যাদের
শুয়ে ছিলো প্রান্তর,
লুকোনো ত্বরণ,
সবুজ ঘাস !
বুড়ো ঘোড়াগুলো অন্যপক্ষে নিলামে চড়ছে আজকাল
সার্কাস মালিকেরা যাদের
শীর্ণদামে কিনে নিতে অভ্যস্ত ছিলেন,
চাকুরীলুপ্ত সহিস ম্লান হেটে ফিরে গেলে
ঘোটকীরা ‘একা’ হবে দীর্ঘ রাতে,
আস্তাবলকেন্দ্রিক ভাবনায় ফের লীন হয়ে যেতে ।